ছবি তুলতে কমবেশি সবাই পছন্দ করেন। নিজের দেখা সবচেয়ে সুন্দর মুহূর্তটিকে কে না বন্দী করতে চায় হাতের মুঠোয় থাকা ক্যামেরা দিয়ে। কিন্তু দৃশ্যটি যদি হয় কম আলোতে তাহলে সবারই প্রায় কপাল কুচকে যায় এই ভেবে যে অল্প আলোতে কিভাবে ছবি তোলা যাবে। কারণ অল্প আলোতে প্রায়শই ছবি ঘোলা হয়ে যায় নয়তো ছবির সাবজেক্ট নষ্ট হয়ে যায়। তবে এই সমস্যাটা হয় মূলত আলোকে এবং নিজের হাতে থাকা ক্যামেরাটি সম্পর্কে ভালো করে না জানার কারণে। তাহলে আসুন পাঠক এবার জেনে নেয়া যাক ঠিক কোন কোন উপায়ে অল্প আলোতেও তোলা যাবে ভালো ছবিটি।
 
          শাটার স্পিড
একটু ভালো মানের ডিজিটাল ক্যামেরায় আজকাল শাটার স্পিড নামক এই সুবিধাটি সহজেই দেখতে পাওয়া যায়। আর কম আলোতে ছবি তোলার জন্য শাটার স্পিড সম্পর্কে ভালো করে অবশ্যই জানতে হবে। ছবি ঘোলাটে হওয়ার পেছনে স্পিডের ভূমিকাটাই বেশি। স্লো শাটার স্পিডে হাত খানিকটা নড়ে গেলেও ঘোলা হয়ে যেতে পারে ছবি। তাই এক্ষেত্রে ট্রাইপড ব্যবহার করে ছবি তোলার বিষয়টি তুলনামূলক সহজ সমাধান। কিন্তু যদি ট্রাইপড না থাকে তখন শাটার স্পিডকে ততটাই কমাতে হয় যতটা কমালে হাতের কাপুনি অতটা ক্ষতি করবে না ছবির। তবে ঘটনাটা যদি এমন হয় যে খুব দ্রুত ছবি তুলতে হবে কারণ বিষয়বস্তু খুব দ্রুত সরে যাচ্ছে। তখন ক্যামেরার আইএসও নামে যে অপশনটি আছে সেটার ব্যবহার করতে হয়।
 
 
আইএসও বাড়িয়ে শাটার স্পিড বাড়িয়ে ছবি তোলা সম্ভব। তবে মনে রাখা প্রয়োজন যে, আইএসও বেশি বাড়ালে ছবিতে ডাস্ট চলে আসবে। তাই আইএসও যতটা সম্ভব কমিয়ে শাটার স্পিড নিয়ন্ত্রণ করে ছবি তোলার চেষ্টা করাই ভালো। তবে আপনি যদি মনে করেন অল্প আলোতে আপনি কোনো চলমান বিষয়বস্তুর ছবি তুলতে চান এবং সেই ছবিটিতে গতি দেখাতে চান। তখন অবশ্যই আপনাকে শাটার স্পিড কমাতে হবে। শাটার স্পিড কমিয়ে ছবি তুললেই আপনি পেয়ে যাবেন নান্দনিক সব মোশন বা গতি।
 
          আইএসও
শাটার স্পিডের কথা বলতে গিয়ে ইতোমধ্যেই আমরা আইএসও নিয়ে কথা বলেছি। অল্প আলোতে ছবি তুলতে গেলে আইএসও খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আইএসও বাড়িয়ে ছবি তুললে সুন্দর ভাবেই ছবি তোলা সম্ভব। তবে আপনি সবসময়ই একটা ঝকঝকে শার্প ছবি চাইবেন আপনার সংগ্রহের জন্য। এক্ষেত্রে অল্প আলোতে আইএসও না বাড়িয়ে উপায় নেই।
 
 
এতে ছবিতে কিছুটা বাড়তি ডাস্ট আসবে কিন্তু ছবিটা হবে যথেষ্ট শার্প। এছাড়াও আইএসও বিভিন্ন ভাবে ব্যবহার করা যায়। যেমন ধরুন আপনি এমন একটা ছবি তুলতে চাচ্ছেন যেখানে আপনি একটু পুরোনো ধাচের আলোর খেলা দেখাতে চাচ্ছেন। তখন আপনি নির্দিধায় আইএসও বাড়িয়ে ছবি তুলতে পারেন। স্বাভাবিক আলোর মধ্যে আইএসও বাড়িয়ে ছবি তুললে ছবির তাপমাত্রা পরিবর্তন হয়ে যায়।
 
          ফোকাস
অল্প আলোতে ছবি তুলতে গেছেন কিন্তু পর্যাপ্ত আলো না থাকার কারণে আপনার ক্যামেরা ফোকাস করতে পারছে না। এই সমস্যার মুখোমুখি কমবেশি সবাই হয়। বেশির ভাগ মানুষই শুরুর দিকে ক্যামেরার নির্ধারিত অটোফোকাসকে আমলে এনে অল্প আলোতে ছবি তুলতে চায়। কিন্তু এটা খুবই ভুল। প্রথমত, এর কারণে আপনার দামি লেন্সটির রিবন কেটে যেতে পারে, দ্বিতীয়ত ছবিতে সঠিক তাপমাত্রা পাওয়া যায় না। তাই এখানে প্রয়োজন ম্যানুয়ালি ফোকাস করা। লেন্সের সামনে যে অংশটি দিয়ে ফোকাস করতে হয়, সেটা ব্যবহার করে ভিউফাইন্ডারে চোখ লাগিয়ে ফোকাস করতে হবে। এতে লেন্সের উপর বাড়তি চাপ পরবে না। তাই মাঝে মধ্যে দিনের বেলাতেও যদি আপনি ম্যানুয়াল ফোকাস চেষ্টা করেন তাহলে অল্প আলোতে ছবি তোলা আপনার কাছে খুবই সহজ হয়ে যাবে।
 
          ফ্ল্যাশ
অল্প আলোতে ছবি তোলার ক্ষেত্রে ফ্ল্যাশ বেশ কার্যকরী। ক্যামেরায় যে ফ্ল্যাশটি সংযুক্ত থাকে সেটাকে ব্যবহার করে খুব সহজেই ঝকঝকে ছবি তোলা সম্ভব। তবে ক্যামেরার সঙ্গে সংযুক্ত ফ্ল্যাশ দিয়ে সব সময় কাজ করা সম্ভব হয় না। সেক্ষেত্রে বাজারে অনেক ধরনের ফ্ল্যাশ কিনতে পাওয়া যায়। আপনার ক্যামেরার সঙ্গে উপযোগি হয় এমন একটি ফ্ল্যাশ কিনে নিলেই সমস্যার সমাধান হয়ে যাবে। এই ফ্ল্যাশগুলোকে বলা হয় এক্সটার্নাল ফ্ল্যাশ।

Kindly Share This Post »»

0 comments :

Post a Comment