বিশ্বকাপে প্রিয় খেলোয়াড়ের পায়ের নৈপুণ্যই শুধুমাত্র ভক্তদের আকর্ষণের বিষয় নয়, একই সঙ্গে প্রিয় খেলোয়াড় কত নম্বর জার্সি গায়ে মাঠ মাতাবেন তাও জানতে আগ্রহী ফুটবলপ্রেমীরা। প্রিয় খেলোয়াড়ের জার্সি নম্বরযুক্ত টিশার্ট গায়ে চড়িয়ে খেলা দেখতে পছন্দ করেন অনেক ভক্ত। 

আর এ কারণে বিশ্বকাপের দল ঘোষণার পরে ভক্তর‍া অধীর আগ্রহে অপেক্ষা করেন কোন খেলোয়াড় কত নম্বর জার্সি গায়ে খেলবেন। অন্যদিকে কাঙ্ক্ষিত জার্সি নম্বর পেতে খেলোয়াড়দের মধ্যেও থাকে প্রতিযোগিতা। 

খোলোয়াড়ের জার্সি নম্বর দেখলেই বোঝা যায় খেলোয়াড়টি দলের মূল একাদশে রয়েছেন কি না। মূল একাদশের খেলোয়াড়েরা সাধারণত ১ থেকে ১১ নম্বর জার্সি গায়ে খেলেন। 

প্রতিটি দলের প্রধান গোলকিপার সাধারণত ১ নম্বর জার্সি গায়েই খেলে থাকেন, অন্যদিকে স্ট্রাইকার মাত্রই চাইবেন ৯ নম্বর জার্সি গায়ে তুলতে। আবার প্লে-মেকার মানেই যেন ১০ নম্বর জার্সির খেলোয়াড়। পেলে, ম্যারাডোনা সহ ফুটবল জাদুকরেরা ১০ নম্বর জার্সি গায়েই ভক্তকূলদের আনন্দে ভাসিয়েছেন। 

মঙ্গবাল ব্রাজিল দলের খেলোয়াড়দের জার্সি নম্বর ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। গত বিশ্বকাপে ১ নম্বর জার্সি নিয়ে খেললেও এবার অভিজ্ঞ গোলকিপার জুলিয়াস সিজারকে গায়ে তুলতে হচ্ছে ১২ নম্বর জার্সি। সিজার প্রিয় ১ নম্বর জার্সিটা হারিয়েছেন বোটাফোগোর গোলরক্ষক জেফারসনের কাছে। আর নেইমার চিরাচরিত ১০ নম্বর জার্সিই পেয়েছেন। ক্লাসিক্যাল ৯ নম্বর পেয়েছেন স্ট্রাইকার ফ্রেড। 

ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ লুইস ফেলিপে স্কোলারি জার্সির নম্বর ঘোষণার পরে বলেছন, খেলোয়াড়েরা প্রত্যেকে তাদের প্রাপ্ত জার্সি নম্বরে খুশি হয়েছে।

জার্সি নম্বরে ব্রাজিল দল:
জেফারসন: ১, ড্যানি আলভেস: ২, থিয়াগো সিলভা: ৩, ডেভিড লইজ: ৪, ফারনান্দিনহো: ৫, মার্সেলো: ৬, হাল্ক: ৭, পলিনহো: ৮, ফ্রেড: ৯, নেইমার: ১০, অস্কার: ১১, জুলিও সিজার: ১২, দান্তে: ১৩, ম্যাক্সওয়েল: ১৪, হেনরিকে: ১৫, রামিরেস: ১৬, লুইজ গুস্তাভো: ১৭, হার্নানেস: ১৮ উইলিয়ান: ১৯, বারনার্ড: ২০, জো: ২১, ভিক্টর: ২২, মাইকন: ২৩। 

Kindly Share This Post »»

0 comments :

Post a Comment