DSLR কিনতে সাবধান!
ফটোগ্রাফি এখন অনেক বড়সড় একটা শখ। আর ফটোগ্রাফির জন্য দরকার ক্যামেরা। আর একটু প্রফেশনাল লেভেলে ফটোগ্রাফি করতে গেলে DSLR ক্যামেরা ছাড়া কিছু ভাবাই যায় না। আমাদের দেশে DSLR এখন অনেক সহজ্লভ্য হয়ে গেছে আর মানুষও কিনছে ধুমসে। আর এরই সুযোগ নিয়ে কোথা থেকে জানি উদ্ভব হয়েছে কিছু অসাধু ইলেক্ট্রনিক্স ব্যবসায়ী। তারা কিভাবে মানুষকে ঠকাচ্ছে?

খুব সহজ! আপনাকে ধরিয়ে দেবে পুরানো ক্যামেরার বডি আর লেন্স। এভাবে অনেক প্রফেশনাল ফটোগ্রাফারও ধরা খেয়ে যায়। আর লেন্সের ব্যাপারটা হলো – অনেক ক্যামেরা ব্যবসায়ী আছে যারা লেন্স ভাড়া দেন। অনেকদিন ভাড়া দেয়ার পর তারা সেই লেন্সগুলো নতুন বলে ক্রেতার কাছে বিক্রি করে দেন। অরিজিনাল প্যাকেজিং বা একেবারে ইন্টেক্ট প্যাকেজিং এ ক্যামেরা পাওয়া দুস্কর কিন্তু বিক্রেতারা আপনাকে বোঝাবে “ভাই এগুলো লাগেজ প্রোডাক্ট,...  সম্পূর্ণ আর্টিকেল টি পরতে এখানে ক্লিক করুন । 

Kindly Share This Post »»

0 comments :

Post a Comment