কখনো নিজেকে মনে হয়,ঝরা ফুলের মতো ঝরে পড়ে আছি ধূলিতে।
সবার অবহেলা আর অবজ্ঞার দৃষ্টি আমার উপর্।
ভালোবাসা সেতো শুধু গাছের সদ্য ফোটা সজীব সুবাসিত ফুলের জন্য।
আমার জন্য শুধু করুণা………
…… …… বহুদিন ধরে যেন আমি অপেক্ষায় আছি, কেউ এসে আমায় পরম মমতায় তুলে নিবে আপন হাতে।
করুণা নয়,
কারো হ্নদয়ে আমার জন্য ও থাকবে এক ফোটা ভালোবাসা আর একটা দীর্ঘশ্বাস…………
আর এতো টুকু পেলেই আমি হয়ে যেতাম ধন্য।
সকল চাওয়ার দুয়ার হয়ে যেতো বন্ধ।
থাকতোনা জীবনের প্রতি কোন অভিযোগ।।
সবার অবহেলা আর অবজ্ঞার দৃষ্টি আমার উপর্।
ভালোবাসা সেতো শুধু গাছের সদ্য ফোটা সজীব সুবাসিত ফুলের জন্য।
আমার জন্য শুধু করুণা………
…… …… বহুদিন ধরে যেন আমি অপেক্ষায় আছি, কেউ এসে আমায় পরম মমতায় তুলে নিবে আপন হাতে।
করুণা নয়,
কারো হ্নদয়ে আমার জন্য ও থাকবে এক ফোটা ভালোবাসা আর একটা দীর্ঘশ্বাস…………
আর এতো টুকু পেলেই আমি হয়ে যেতাম ধন্য।
সকল চাওয়ার দুয়ার হয়ে যেতো বন্ধ।
থাকতোনা জীবনের প্রতি কোন অভিযোগ।।
Kindly Share This Post »»
|
|
|
Tweet |
0 comments :
Post a Comment