৯ ইঞ্চির চেয়ে ছোট ডিভাইসে বিনামূল্যে উইন্ডোজ!
বিশ্বব্যাপী অপারেটিং সিস্টেম হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে মাইক্রোসফটের উইন্ডোজ। স্মার্টফোন বা ট্যাবলেট পিসিতে এটি এতদিন পর্যন্ত বেশি সুবিধা না করতে পারলেও গত দুই বছরে মোবাইল উইন্ডোজ সাড়া ফেলার চেষ্টা করছে। তবে মাইক্রোসফট বরাবরই তাদের সব ধরনের উইন্ডোজ সংস্করণের জন্যই উচ্চ মূল্য রেখে থাকে। কিন্তু সকলকে অবাক করার মতো খবর নিয়েই এবারে হাজির হয়েছে মাইক্রোসফট। তারা জানিয়েছে, ৯ ইঞ্চির চাইতে ছোট যেকোনো আকৃতির ডিভাইসেই তারা বিনামূল্যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারের সুযোগ দেবে। সেটা স্মার্টফোন হলে তার জন্য উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেম এবং ট্যাবলেট বা অন্য কোনো ডিভাইস হলে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করা যাবে বিনামূল্যে। শুধু তাই নয়, ইন্টারনেট অব থিংস কনসেপ্ট নিয়ে যেসব গ্যাজেট তৈরি হবে, সেগুলোতেও উইন্ডোজ বিনামূল্যে ব্যবহার করা যাবে। তবে গ্রাহক পর্যায়ে উইন্ডোজের সংস্করণগুলো বিনামূল্যে পাওয়া যাবে না। মাইক্রোসফটের হার্ডওয়্যার পার্টনার হিসেবে যারা রয়েছে, তারাই তাদের ডিভাইসগুলোতে এগুলোকে বিনামূল্যে ব্যবহার করতে পারবে। তাদের ডিভাইসে প্রিইন্সটলড হিসেবেই আসবে বিনামূল্যের উইন্ডোজ। মাইক্রোসফটের বিল্ড কনফারেন্স ২০১৪তে এই ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। মাইক্রোসফটের অপারেটিং সিস্টেমের প্রধান টেরি মেয়ারসন উইন্ডোজের বিনামূল্যে প্রাপ্তির সংবাদটি প্রকাশ করেন। তিনি জানান, সময়ের সাথে সাথে অপারেটিং সিস্টেমের বাজার অনেকটা পরিবর্তিত হয়েছে। তার ধারাবাহিকতাতেই এই সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট। মূলত আইওএস এবং অ্যান্ড্রয়েডের কাছে স্মার্টফোনের বাজার হারানোর পর এই বাজার পুনরুদ্ধারের একটি প্রচেষ্টা হিসেবেই মাইক্রোসফট এই উদ্যোগ নিয়েছে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। কেননা অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড বিনামূল্যেই ব্যবহার করা যায়। এর সকল আপডেটও পাওয়া যায় বিনামূল্যে। অন্যদিকে অ্যাপল’র আইওএস কেবল তাদের নিজেদের আইফোন এবং আইপ্যাডেই ব্যবহার করা হয়ে থাকে। তবে আইওএস-এর আপডেটও পাওয়া যায় বিনামূল্যে। - See more at: 

Kindly Share This Post »»

0 comments :

Post a Comment