 |
| এসে গেলো ভালো ঘুমের প্রযুক্তিপণ্য! |
অনিদ্রার যন্ত্রণায় যারা ভুগছেন তাঁদের জন্য এবার আশার কথা শুনিয়েছেন মার্কিন প্রযুক্তি গবেষকেরা। ভালো ঘুমের জন্য অসাধারণ প্রযুক্তি উদ্ভাবনে কাজ করছেন তাঁরা। ৭ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিতব্য কনজুমার ইলেকট্রনিকস শো উপলক্ষে দেখা মিলেছে এমনই কিছু প্রযুক্তিপণ্যের। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন। প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, এবারের সিইএস উপলক্ষে ভালো ঘুমের যন্ত্র হিসেবে দেখা গেছে অউরা সিস্টেম নামের একটি বিশেষ যন্ত্রকে। এই যন্ত্রটি শোয়ার ঘরে লাগানো হলে এর বিশেষ সেন্সর ঘুমের সময় শরীরের নড়াচড়া পর্যবেক্ষণে রাখে এবং এর সঙ্গে থাকা বিশেষ বাতি ঘরের আলো ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। নির্দিষ্ট সময় ঘুমানোর পর এটি বিশেষ অ্যালার্মের মাধ্যমে জাগিয়েও দিতে পারে। যন্ত্রটি স্মার্টফোনের অ্যাপ্লিকেশন ব্যবহার করে নিয়ন্ত্রণ করা যায়। ঘুম ও শোয়ার ঘরের এ ধরনের প্রযুক্তি নিয়ে কাজ করছে ফিলিপস, সেনসিবল বেবির মতো বেশ কয়েকটি প্রতিষ্ঠান। এবারের সিইএস উপলক্ষে নতুন প্রযুক্তিপণ্য দিয়ে আগ্রহীদের নজর কাড়তে চাইছে প্রতিষ্ঠানগুলো। এদিকে, বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান গার্টনারের প্রযুক্তি বিশ্লেষকরা জানিয়েছেন, দাম কমে যাওয়ায় ঘুম পর্যবেক্ষক যন্ত্রগুলোতে মানুষের চাহিদা বাড়ছে। তবে এ ধরনের যন্ত্রে সঠিক উপযোগিতা ও সুবিধার বিষয়টি নিশ্চিত হয়ে তবেই তা কেনা উচিত।
Kindly Share This Post »»
0 comments :
Post a Comment