আপনার প্রিয়পাত্র কি একজন রাতজাগা পাখি? তিনি কি অনেক রাত পর্যন্ত আপনাকে ঘুমাতে দেয় না আর সকালে অনেক বেলা পর্যন্ত ঘুমায়? তাহলে জেনে রাখুন, সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, রাতজাগা মানুষেরা প্রেমের ক্ষেত্রে স্বল্পস্থায়ী হয়। কিন্তু যারা সকালে উঠে তাদের মধ্যে এর বিপরীত অবস্থা দেখা যায়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
এ গবেষণাপত্রটির লেখক ইউনিভার্সিটি অফ শিকাগোর প্রফেসর ড্যারিও ম্যায়েস্ট্রিপিরি বলেন, ‘নারী বা পুরুষ উভয়ের ক্ষেত্রেই রাতজাগা অভ্যাস যাদের আছে, তারা একা থাকে বা স্বল্পস্থায়ী রোমান্টিক সম্পর্কে জড়ায়। সকালে তাড়াতাড়ি উঠতে অভ্যস্তদের সে তুলনায় দীর্ঘস্থায়ী সম্পর্কে জড়াতে বেশি দেখা যায়।’
তিনি আরো জানান, এছাড়া রাতজাগা পুরুষদের মাঝে সকালে উঠতে অভ্যস্তদের তুলনায় প্রায় দ্বীগুণ যৌনসঙ্গী দেখা যায়।
ম্যায়েস্ট্রিপিরি আরো বলেন, ‘বিবর্তনের দৃষ্টিতে দেখলে ধারণা করা যায়, রাতজাগায় অভ্যস্তরা স্বল্পস্থায়ী যৌন সম্পর্কে অভ্যস্ত হতো।’
এ গবেষণায় ১১০ জন পুরুষ ও ৯১ জন নারী অংশ নেন। তাদের কার্টিসল ও টেস্টোস্টেরন হরমোন লেভেলও নির্ণয় করা হয়। এছাড়া তারা গবেষকদের কাছে তাদের ইচ্ছা-অনিচ্ছা, ঝুঁকি ও ঘুমের ধরন নিয়ে বিস্তারিত তথ্য জানান।

Kindly Share This Post »»

0 comments :

Post a Comment